logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২৪ ১৪:১৫
ইউএনও এর অপসারনের জন্য পার্বতীপুরে সাধারণ নাগরিকদের অবস্থান কর্মসূচী
পার্বতীপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃ

ইউএনও এর অপসারনের জন্য পার্বতীপুরে সাধারণ নাগরিকদের অবস্থান কর্মসূচী

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের জন্য দিনাজপুরের পার্বতীপুরে সাধারণ নাগরিকেরা অবস্থান কর্মসূচী পালন করেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পার্বতীপুর উপজেলা চত্বরে সাধারণ নাগরিকদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে এই কর্মসূচী পালিত হয়।

সোমবার উপজেলা চত্বরের এই অবস্থান কর্মসূচিতে পাট অধিদপ্তর কর্তৃক সরবারহকৃত সার ও বীজ কৃষকের মাঝে বিতরণে ইউপি  চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এবং এই অনিয়মের সূত্র ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের অপসারণের জন্য  ইউএনও দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, ৩ নভেম্বর রবিবার উপজেলার  পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে রাখা ১৩ বস্তা সার ও বীজ উপজেলার পাট অধিদপ্তরের সহকারি কর্মকর্তা অভিজিৎ ইউএনও এর মৌখিক নির্দেশে  ব্যাটারি চালিত ২ টি ভ্যান যোগে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর বাধার সম্মুখীন হন। পরে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে বীজ ও সার উপজেলা পাট অধিদপ্তরে নেওয়া হয়।

অবস্হান কর্মসূচীতে সাধারণ নাগরিককেরা সরবারহকৃত সার ও বীজ কৃষকের মাঝে বিতরণ হলো না কেন,সরকারি মাল উদ্ধারের পর মামলা হলো না কেন এর জবাব চেয়ে,দূর্নীতিতে সহায়তাকারী ইউএনও এর অপসারনের দাবি করেন। পরে সেনাবাহিনী ও মডেল থানা পুলিশের সহায়তায় কর্মসূচির পরিবেশ শান্ত হয়।