২০০১ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিছিলে গুলির ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চার জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই তিন জন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ১৫ বছর পর মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য মামলার বাদী হাইকোর্টে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে মামলাটি আবার সচল হল।