logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২৪ ১৫:৪১
বানারীপাড়ায় সুজন’র কমিটি গঠন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

বানারীপাড়ায় সুজন’র কমিটি গঠন

বরিশালের বানারীপাড়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিক্ষক ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান সোহেলকে সভাপতি এবং ব্যবসায়ী মো.আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সুজনের বানারীপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মিলন মাস্টার,মাষ্টার কাজী শাহিন মাহমুদ, জাহিদ হোসেন ও মাইদুল ইসলাম শফিক,সহ সম্পাদক মোঃ ইমাম হোসেন ও  গোলাম নবী সৈকত, কোষাধ্যক্ষ মামুন তালুকদার প্রমুখ। এর আগে মঙ্গলবার বিকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।  মোঃ মাহবুবুর রহমান সোহেলের সভাপতিত্বে ও  মোঃ আব্দুল্লাহ্র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন  সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  দিলিপ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শাখা সুজনের সভাপতি অধ্যাপক  জাহিদ হোসেন,সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত . বিভাগীয় সম্পাদক শাওন  আফরোজ মিতা প্রমুখ । সভায় বরিশাল জেলা বিএনপির সদস্য ও শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার স্বাগত বক্তৃতা করেন ।

এদিকে সুজনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।