দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে মোখলেছ টাওয়ার নামের একটি অত্যাধুনিক সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাণীরবন্দরের পুরাতন বন্দর রোড়ে ওই টাওয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মোখলেছ টাওয়ারের স্বত্ত¦াধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোখলেছুর রহমানের মা মনোয়ারা বেগম উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসিক ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও সৈয়দপুর শাখা প্রধান মো. আশরাফুল আলম সরদার, সিনিয়র অফিসার মো. রাজিব আহমেদ, অফিসার মো. রায়হান হোসেন, অধ্যাপক সুজিত কুমার রায় ধীমান, ব্যবসায়ী মমতাজ উদ্দিন, আব্দুল হক, মো. ইলিয়াছ হোসেনসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে টাওয়ারের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
মোখলেছ টাওয়ারের স্বত্ত্বাধিকারী মো. মোখলেছুর রহমান জানান, আন্ডারগ্রাইন্ড ও পাঁচতলা বিশিষ্ট টাওয়ারটি অত্যাধুনিক মার্কেট হিসেবে নির্মাণ করা হয়েছে। এ টাওয়ারটি নির্মাণে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। এতে সুপ্রশস্ত সিঁড়ি নির্মাণ করা ছাড়াও পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা রাখা হয়েছে। এখানে প্রথম ও দ্বিতীয় তলায় ৩৫টির মতো দোকান ঘর রয়েছে। ইতিমধ্যে এ সব দোকানের বেশিভাগই ভাড়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই অবশিষ্ট দোকানঘরগুলো ভাড়া হয়ে যাবে।