logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪ ১৪:৩৬
আইপিএলের মেগা নিলাম আজ
অনলাইন ডেস্ক

আইপিএলের মেগা নিলাম আজ

বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসরগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই আসরকে ঘিরে বিশ্বব্যাপী ক্রিকেটারদের আগ্রহ থাকে তুঙ্গে। আজ শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের আসরের খেলোয়াড় কেনার মহারণ বা মেগা নিলাম। এই নিলামে আছেন বাংলাদেশী ক্রিকেটারও।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় শুরু হবে নিলামের মহোৎসব। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে নিলাম। ম্রোববার ও সোমবার দুই দিনব্যাপী চলবে প্লেয়ার বেচা-কেনার এই আয়োজন। 

এবারের আসরে মোট ৫৭৭ জন ক্রিকেটার আছেন নিলামের চূড়ান্ত তালিকায়। নিলামে সর্বোচ্চ ২১০ জন আছেন ভারতীয়। বাকিদের মাঝে ইংল্যান্ডের ৩৮, অস্ট্রেলিয়ার ৩৭, দক্ষিণ আফ্রিকার ৩১, নিউ জিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, জিম্বাবুয়ের ৩, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের দু’জন করে ও স্কটল্যান্ডের আছেন একজন।

 
 

এবারের আসরের নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আগেই এই আসর মাতিয়েছেন। এবার দল পাওয়ার অপেক্ষায় আরও ১০ জন। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা এই বাঁ হাতি পেসারের দাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।

এছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের ভিত্তিমূল্য এক কোটি রুপি। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও লিটন দাসের দর-দাম শুরু হবে ৭৫ লাখ রুপি থেকে।

তবে আজ প্রথম দিনে নাম উঠবে না বাংলাদেশি কোনো ক্রিকেটারের। দ্বিতীয়দিন (সোমবার) মোস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কি না, তা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর। তাদের আগ্রহ ও দলে জায়গা খালি থাকা সাপেক্ষে দল পেতে পারেন ১২ জনের কেউ।

এবারের আসরে প্রায় হাজার কোটি টাকা নিয়ে নামছে দশটি ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৪১.৫ কোটি রুপি। যা দিয়ে সর্বোচ্চ ৫৭৭ জন থেকে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দলে ভেড়াবে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সুযোগ পাবেন কেবল ৭০ জন।

আইপিএলের এবারের আসরে পর্দা উঠবে ২০২৫ সালের ১৪ মার্চ। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে।