logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৪
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর
অনলাইন ডেস্ক

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর

রাজধানীর যাত্রাবাড়ীর অদূরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা, ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে। হামলা, পাল্টা-হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে কিছু শিক্ষার্থী ডিএমআরসি কলেজের ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর চালায় । এ সময় রাস্তার বিপরীত পাশে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।