logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৫৩
মেসিদের নতুন কোচ মাসচেরানো
অনলাইন ডেস্ক

মেসিদের নতুন কোচ মাসচেরানো

জেরার্দো টাটা মার্টিনোর বিদায়ের পর ইন্টার মায়ামির কোচের পদটা খালি পড়ে ছিল। কোচ নিয়োগ নিয়ে মায়ামিও তাড়াহুড়ো করেনি। তবে গুঞ্জন ঠিকই উঠেছিল, কে হচ্ছেন লিওনেল মেসিদের নতুন কোচ? অবশেষে এই প্রশ্নের উত্তর মিললো। মায়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাসচেরানো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে মাসচেরানোকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি। তিন বছরের জন্য ‘দ্য হেরনস’দের কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক সতীর্থ। ২০২৭ সাল পর্যন্ত মেজর লিগ সকারের দলটির সঙ্গে থাকার কথা রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। 

বর্তমানে মৌসুম শেষের অবকাশযাপনে রয়েছেন মায়ামির খেলোয়াড়রা। মাসচেরানোও অপেক্ষা করছেন ওয়ার্ক পারমিটের। অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে কাজ শুরু করবেন তিনি।

 
 

খেলোয়াড়ী জীবনে দীর্ঘ সময় মেসির সঙ্গে খেলে যাওয়া মাসচেরানো মায়ামির দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বাসিত, “ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

“এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”- আরও যোগ করেন তিনি।

খেলোয়াড়ী জীবনে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়াও অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন মাসচেরানো। এই তালিকায় আছেন বার্সেলোনা, রিভার প্লেট, করিন্থিনিয়ান্স ও লিভারপুল। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলকে সামলেছেন। এবারই প্রথম দায়িত্ব নিলেন কোনো ক্লাবের।

চলতি মৌসুমে সাপোর্টার শিল্ড জিতেছে ইন্টার মায়ামি। তবে বিদায় নিতে হয়েছে মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকে। ফলে আগামী ফেব্রুয়ারির আগে প্রতিযোগিতামূলক ফুটবলে ব্যস্ততা নেই তাদের। মাসচেরানোও সেই সময় মেসিদের নিয়ে মাঠে নামবেন।