ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নন্দীগ্রাম শাখা ও তৌহিদী জনতা'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ মসজিদ থেকে একটি বিশাল মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে জঙ্গি জঙ্গি ইসকন জঙ্গি, একশন একশন ডাইরেক্ট একশন , আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাই নাই, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, মুদীর দালালেরা হুশিয়ার সাবধান সহ মিছিলে তৌহিদী জনতাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ।
বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়। এরপর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মুফতি উমর ফারুকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, সাইদুল ইসলাম,আরিফুল ইসলাম, মুফতি মোসাদ্দেক বিল্লাহ, জুবায়ের হোসেন, আবু তালহা,প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে, শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ভারতের ইন্ধনে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যে কোন পদক্ষেপকে রুখে দেওয়াসহ বাংলাদেশে ইসকনের সমস্ত মন্দির কে তল্লাশি করার দাবি জানান বক্তরা।