logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪ ১৪:২৭
বিকেলে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, রেড অ্যালার্ট
অনলাইন ডেস্ক

বিকেলে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ছ’ঘণ্টায় উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। এই সময়ে সমুদ্রে তার গতি ছিল ঘণ্টায় সাত কিলোমিটার।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলের মধ্যেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর বা মৌসম ভবন। স্থলভাগে প্রবেশ করার সময়ে ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।

মৌসম ভবন জানিয়েছে, শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকেলের মধ্যে হবে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

তামিলনাড়ু-পুদুচেরী উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। এই সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ‘ফিনজাল’ এর বেগ। এর ফলে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় দু’হাজারের বেশি ত্রাণশিবির খুলেছে। উপকূল এলাকা থেকে সাড়ে ৪শ’র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।