বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়। সভাপতি পদে আতাউর রহমান খান মুক্তা ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম জয়ী হয়েছেন।
শুক্রবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন’২৫ সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সমিতির ৮৮৭ জন ভোটারের মধ্যে প্রায় ৮০০ ভোটার ভোট দিয়েছেন। এই নির্বাচনে ১৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে অংশ নেন ল ইয়ার্স কাউন্সিল মনোনীত সভাপতি প্রার্থী রিয়াউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন মল্লিক, বামজোটের সভাপতি প্রার্থী এএফএম সাইফুল ইসলাম প্ল্টু, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি পরিষদ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সহ-সভাপতি পদে রওশন আরা চৌধুরী।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৩টি পদের সবকটিতেই জয়ী হন।
বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতিকুল মাহাবুব সালাম ও অ্যাডভোকেট সুফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন মণ্ডল অ্যাডভোকেট এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এস আব্দুল্লাহিল বাকী লিপন, সদস্য অ্যাডভোকেট মো. আশাবুদজ্জামান আশিব, অ্যাডভোকেট মো. নিউটন খন্দকার, অ্যাডভোকেট মিন্টু কুমার সরকার, অ্যাডভোকেট মো. মোস্তফা শাকিল, অ্যাডভোকেট মোছা. মৌসুমী আক্তার।