logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৭
জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি বাবুল আক্তার
অনলাইন ডেস্ক

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি বাবুল আক্তার

হাইকোর্ট থেকে জামিন লাভের তিনদিন পরেও কারাগার থেকে মুক্তি পাননি স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর একদিন অতিক্রান্ত হলেও কারা কর্তৃপক্ষ বাবুল আক্তারকে মুক্তি দেয়নি। 

এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়নি। পক্ষান্তরে বাবুল আক্তারের আইনজীবী জানিয়েছে জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পরও আসামিকে মুক্তি না দেওয়া বেআইনি। 

এদিকে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টের চেম্বার আদালতে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। 

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জানান, গত ২৭ নভেম্বর হাইকোর্টে বাবুল আক্তারের জামিন মঞ্জুর হয়। গতকাল রবিবার বিকেলেই জামিনের কাগজপত্র চট্টগ্রাম কারাগারে পৌঁছে। বিকেল বা সন্ধ্যার মধ্যেই তাকে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি না দিয়ে আজ (সোমবার) সকালে মুক্তি দেওয়ার কথা জানায়।

আইনজীবী জানান, আজ (সোমবার) সকালে কারা ফটকে জামিনপ্রাপ্ত যে আসামিদের মুক্তি দেওয়ার তালিকা কারা ফটকে টানানো হয়েছে সেখানে বাবুল আক্তারের নাম নেই। দুপুর পর্যন্ত বাবুল আক্তারকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। জামিন হওয়ার পরও কারাগার থেকে আসামিকে মুক্তি না দেওয়া বে-আইনি বলে উল্লেখ করেন এই আইনজীবী। 

আইনজীবী জানান, হাইকোর্টে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে তারা জানতে পেরেছেন। কিন্তু ওই আবেদনে জামিন স্থগিত হওয়ার কোন আদেশ নেই। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি। 

প্রসঙ্গত, স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গত ২৭ নভেম্বর হাইকোর্ট ছয় মাসের অন্তবর্তী জামিন প্রদান করেন। গতকাল রবিবার এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মামলার বাদি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন। বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হলে আগামীকাল ৩ ডিসেম্বর তা আদেশের জন্য রাখেন আদালত।