বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হক। সোমবার শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট শাহবাগ থানাধীন তোপখানা রোডে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে রিয়াজুলকে গুলি করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।