নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির (রেজিঃ নং রাজÑ১৩৯৫) ত্রি-বার্ষিক নির্বাচনে অন্তর্বতীকালীণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞ সিনিয়র জজ আদালতের বিচারক গত রোববার (১ ডিসেম্বর) নির্বাচনে অবৈধ ভোটার ও মালিক এবং ব্লু বুকবিহীন ভোটার তালিকা প্রস্তুত করার বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানীঅন্তে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অন্তর্বতীকালীণ নিষেধাজ্ঞা জারি করেন।
আর এ মামলার বাদী হচ্ছেন সংগঠনের সদস্য মো. মোজাম্মেল হক এবং মূল বিবাদীরা করা হয়েছে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দুই সদস্যকে। এছাড়াও নীলফামারী জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও সাতজন ভুয়া ভোটারকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী মো. মোজাম্মেল হক নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির একজন নিয়মিত সদস্য। তাঁর ভোটার তালিকা নম্বর: ১৬। বর্তমানে তিনি সংগঠনের একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এদিকে, সংগঠনের (নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতি) ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছে মো. আব্দুল খালেক এবং দুই জন সদস্য হলেন মো. মোজাফফর হোসেন ও মো. মোছাদ্দেক হোসেন সরকার। সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠনের জন্য এ নির্বাচন পরিচালনা কমিটি গত ১৪ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই খসড়া ভোটার তালিকায় সংগঠনের গঠনতন্ত্র বর্হিভূত অনিয়মিত, গাড়ির মালিকানা ও ব্লু বুক বিহীন সদস্যদের নাম প্রকাশ করা হয়। এ নিয়ে সংগঠনের সদস্য তথা মামলার বাদী মো. মোজাম্মেল হক নির্বাচনী তফসিলের বিধি মোতাবেক গত ২১ নভেম্বর নির্বাচন ভুয়া ভোটার তালিকা বিষয়ে পরিচালনা কমিটির কাছে মৌখিক ও লিখিত আপত্তি দেন। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন পরিচালনা কমিটি গত ২৬ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। এ অবস্থায় নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য মোজাম্মেল হক সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত নির্বাচনের খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে গত ২৮ নভেম্বর সৈয়দপুর বিজ্ঞ সিনিয়র জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দুই সদস্যকে মূল বিবাদী করা হয়। এছাড়াও নীলফামারী জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারসহ সাতজন ভুয়া ভোটারকে মোকাবেলা বিবাদী করা হয়েছে। দায়েরকৃত মামলার শুনাণী গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ওই দিন মামলার শুনানীঅন্তে বিজ্ঞ বিচারক বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে অন্তর্বতীকালীণ নিষেধাজ্ঞা আদেশ দেন।