logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:১০
বিটকয়েনের দাম ছাড়াল ১ লাখ ডলার
অনলাইন ডেস্ক

বিটকয়েনের দাম ছাড়াল ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বাড়ছিল। আর এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সকে মনোনীত করবেন বলে ঘোষণা দেন ট্রাম্প।

এর পরপরই আজ বৃহস্পতিবার বিটকয়েনের দাম ছাড়িয়ে যায় লাখ ডলার। এসএসি এর বর্তমান প্রধান গ্যারি গেনসলারের থেকে বেশি ক্রিপ্টোকারেন্সিপন্থী হিসেবে পরিচিত পল। তিনি এসএসির দায়িত্ব পেলে ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতি প্রণয়ন করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এতেই হু হু করে বেড়েছে বিটকয়েনের দাম।

বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ায় উদযাপন করছেন বিশ্বব্যাপী বিটকয়েনের সমর্থকরা। বিটকয়েনের এমন দাম বৃদ্ধি ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা বাড়ার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিটকয়েনের মূল্যবৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বেড়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে, ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন এখন ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার।
 
বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে, তা উল্লেখযোগ্য ঘটনা বটে। এখন বিটকয়েনের দাম এক লাখ ডলার অতিক্রম করে যাওয়ার অর্থ হলো, গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে এই মুদ্রার দাম বেড়েছে ৪০ শতাংশ। সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় এই মুদ্রার দাম দ্বিগুণের বেশি হয়েছে।