logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৬:১৫
আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমউদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেনসহ উপজেলার সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় গ্রাম পুলিশের সদস্যদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইউএনও মো.কামাল হোসেন বলেন, সকল গ্রাম পুলিশের সব সময় এলার্ট থাকতে হবে যেনো মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ছিনতাই সহ কোন অপ কর্ম যাতে না ঘটে সে দিকে বিশেষ সকলকে সজাগ থাকতে হবে বলে জানান তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ভুল ভাবে শত ভাগ সম্পন্ন করতে দিক নির্দেশনা প্রদাণ করেন। গ্রাম পুলিশের সদস্যরাও উৎসাহিত হয়ে সমাজ থেকে অপরাধ দমনের লক্ষে প্রশাসনকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।