নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ক্যান্টবাজার সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে ওই সাধারণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমান ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান মাহফুজ।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমান বিপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন উপজেলার মধ্য বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল হক, আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবার রহমান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেতাব উল আলম শহীদ প্রমুখ।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন বানিয়াপাড়া আজিজিয়িা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগম, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, শ^াষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বাদল, বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ মাহবুবুল আলম মিলন, মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিয়ার রহমান প্রমূখ।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সমিতির সংগঠনের কোষাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক রাজু বার্র্ষিক আয়-ব্যয়ের হিসাব ও বাজেট উপস্থাপন করা হয়। পরে সভায় গত ২০২২, ২০২৩ ও চলতি ২০২৪ইং সালের উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ জন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক ও ২২জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলায় ২০২৪ সালে যোগদানকৃত নবাগত শিক্ষদের বরণ করে নেয়া হয়।