logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৪ ২১:১২
বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ইমাম হোসেনের ইন্তেকাল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥

বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ইমাম হোসেনের ইন্তেকাল

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৫নম্বরের  ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলার কচুয়া নেছারিয়া কামিল মাদরাসার ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. ইমাম হোসেন আক্কাস (৬৫) শনিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...........রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনীসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে  গেছেন। মরহুম মো.ইমাম হোসেন আক্কাস বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদীনের বড় জামাতা ও উপজেলার করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকসানা পারভীন মুক্তার স্বামী। মরহুমের জানাজা আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বানারীপাড়া পৌর ভবনের সামনে অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে তাঁর মরদেহ বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামে জামে  মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।