এমন কিছু মানুষ আছেন যারা মানবধর্ম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতিনিয়ত দ্বীন-দুঃখী, ছিন্নমূল মানুষের সেবা করে যান এবং বাস্তববাদী, দূরদর্শী ও শিক্ষানুরাগী সম্পন্ন এক বিরল চরিত্রের মানুষ হয়ে থাকেন। আলহাজ্ব সিদ্দিকুর রহমান এমনই একজন। তিনি আকবরিয়া লিমিটেড এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয় আকবরিয়া গ্র্যান্ড হোটেল এন্ড রেষ্টুরেন্ট। বগুড়া শহর ও আশপাশের জেলার ভাসমান মানুষ, ভিক্ষুক, গরীব, ছিন্নমূল ও অভাবী মানুষদের মাঝে বিনামূল্যে প্রতিরাতে খাবার বিতরণ করে থাকেন।
তিনি ২০০০ সালে বগুড়া শহরের প্রতিটি পাড়া মহল্লায় স্থাপন করেন ২৪টি ক্লাশঘর। সমাজের পিছিয়ে পড়া মানুষকে অক্ষর-জ্ঞান দেওয়ার মত কঠিন এবং এ মহৎ কাজটি চালান ২০১০ সাল পর্যন্ত। ২০১১ সালে তাঁর একক প্রচেষ্টায় নিজস্ব বহুতল ভবনে স্থাপিত হয় খোশজান আলী ইকরা সেন্টার।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এ শিক্ষা প্রতিষ্ঠানটির ৫৫টি শাখা ধাপে-ধাপে গড়ে উঠেছে। সহীহভাবে কোরআন শিক্ষা, বাংলা, ইংরেজি ও নৈতিক শিক্ষাদান করা হয় এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সকল বয়সের মানুষ শিক্ষা নিতে পারে এসব শিক্ষা প্রতিষ্ঠানে। কোন কিছু পাওয়ার আশা না করেই তিনি সমাজের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের আয়ের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ করেছেন সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের সেবা দিতে, স্বাবলম্বী করতে এবং তাদের আলোর পথে নিয়ে যেতে। মহৎ এ কাজটি যিনি করে যাচ্ছেন তিনি বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান।
৭০ বছর বয়সী এ মানুষটি জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে। আকবরিয়া লিমিটেডের প্রতিষ্ঠানসমূহের প্রথম বিক্রির টাকা তিনি রেখে দেন সুবিধাবঞ্চিতদের জন্য। তাঁর এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় সকাল-সন্ধ্যা বই নিয়ে শিশু হতে বয়োবৃদ্ধরা ছুটে আসে শিক্ষা নিতে। এ শিক্ষা দ্বারা তাদের চোখে মুখে ফুটে উঠে আলোর ঝিলিক। যে মানুষ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, কলকারখানায় শ্রমিকের কাজ করে সে শিক্ষা নিয়ে খবরের কাগজ পড়তে পারে, দেশ-বিদেশ সম্পর্কে জানতে পারে এ কারণে আনন্দের সীমা নেই তাঁর। তাঁরই একক প্রচেষ্টায় আকবরিয়া লিমিটেডের নিরক্ষর কর্মচারীদের শিক্ষার আলো প্রদান করে পদোন্নতি দিয়ে অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়া তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল এবং কলেজে সহযোগিতার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। আলহাজ্ব সিদ্দিকুর রহমান জানান, মানুষের সেবা এক মহৎ কাজ। এ কাজ সমাজের প্রত্যেক প্রতিষ্ঠিত বিবেকবান মানুষদের করা উচিত। তাঁর এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় শিক্ষা নিতে কাউকেই টাকা দিতে হয় না। বরং যারা বেশী গরীব তাদেরকে আসা-যাওয়ার জন্য যাতায়াত ভাড়া ও খাবারের ব্যবস্থা করা হয়। এরপর একদিন দেখা যাবে তাঁরাই স্বাবলম্বী হয়ে নিজেই নিজের ভাগ্য গড়ার কাজে নেমে পরবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে বিশেষ পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে তাদেরকে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করান।
তিনি জানান প্রতিমাসে অনেক টাকা খরচ হলেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করছেন এটিই বড় সান্তনা ও প্রাপ্তি। এ মহৎ কাজে তিনি তাঁর সহোদর আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল ও ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলালসহ পরিচালনা পর্ষদের সবাইকে আগ্রহী করে তুলেছেন। যাতে তাঁরাও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করেন। শিক্ষার বাতি জ্বালানোর জন্য সকল ক্লাশঘর ভাড়া প্রদান, শিক্ষা সহায়ক উপকরণ প্রদান, শিক্ষকদের বেতন ভাতাদিসহ সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। প্রতিষ্ঠানে সার্বক্ষনিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ-খবর রাখছেন শিক্ষানুরাগী এ মহৎ ব্যক্তিটি।