logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৪ ২১:৩১
দুদক রংপুর ডিডির সঙ্গে সৈয়দপুর দুপ্রক সদস্যদের মতবিনিময় সভা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

দুদক রংপুর ডিডির সঙ্গে সৈয়দপুর দুপ্রক সদস্যদের মতবিনিময় সভা

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক (ডিডি) শাওন মিয়ার সঙ্গে নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড়ের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিদর্শন বাংলাতে ওই মতবিনিময় সভা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক (ডিডি) মো. শাওন মিয়া। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কথাসাহিত্যিক মো. হাফিজুর রহমান হাফিজ।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর  সহকারী পরিচালিক (এডি) মো. সাবদারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুর সানফ্লাওার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল  এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ  মো. হাবিবুর রহমান হাবিব।

সভায় আগামী ৯ ডিসেম্বর সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। “দুর্নীতর বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গৃহিত  কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন - বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন প্রভূতি।