আপডেট : ৮ ডিসেম্বর, ২০২৪ ২২:৫০
স্বেচ্ছাশ্রমে তৈরি হলো চাঁদবাড়িয়া গ্রামীণ রাস্তা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাশ্রমে একটি গ্রামীণ রাস্তা তৈরি করেছে চাঁদবাড়িয়া গ্রাম বাসী। চাঁদবাড়িয়া গ্রাম থেকে মাঠের মধ্য দিয়ে জমির আইলের মতো ছোট্ট সরু রাস্তা মিলিত হয়েছে নয়মাইল-টেঙ্গামাগুর সড়ক সংলগ্ন রাস্তার বারআঞ্জুল নামকস্থানে।এ গ্রামের মানুষদের কৃষিপণ্য ও মালামাল পরিবহনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো।
শনিবার বামুনিয়া চাঁদবাড়িয়া থেকে বারআঞ্জুল পর্যন্ত ফসলি জমি মধ্যে দিয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কাঁচা রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
গ্রামবাসীরা দিনব্যাপী রাস্তা নির্মাণ কাজ করছে। তাঁরা প্রায় আধা কিলোমিটার রাস্তায় মাটি ফেলে নতুন করে তৈরি করে।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল বাছেদ রঞ্জু,আলমগীর হোসেন,গ্রামবাসী নজরুল ইসলাম বাচ্চু, বাবু, ফজলুল রহমান,আব্দুর রাজ্জাক, আমির হোসেন,মোখছেদ আলী,জাহিদুর, সাইফুল ইসলাম,আপেল মাহমুদ,গোলাম হোসেন, সেলিম টিপু, সহ স্থানীয় ৩'শতাধিক গ্রামবাসী অংশ স্বেচ্ছাসেবক।
বামুনিয়া চাঁদবাড়িয়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন,ফসলি জমি থেকে সবজি নিয়ে বৃষ্টি বর্ষায় কাঁদা পানি মধ্যে দিয়ে চলাচল করতে হতো।গ্রাম বাসীর সহযোগিতা দীর্ঘদিন কাঙ্খিত রাস্তা নির্মাণে এ অঞ্চলের মানুষের কৃষি পণ্য পরিবহন ও জীবনযাত্রার মান সহজ হলো।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফারুক হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান চাঁদবাড়িয়া গ্রামবাসীর সহযোগিতায় রাস্তা নির্মাণ বিষয়টি অবগত করেছেন। রাস্তা পাকাকরণে প্রকল্প আকারে দিতে হয়। গ্রামবাসী মাটি কেটে রাস্তা নির্মাণ করছেন তাই রাস্তার কাজ একধাপ এগিয়ে রইল। পাকা করণের জন্য প্রকল্প আকারে দিলে ভবিষ্যতে অবশ্যই তা পাকা করণ করা হবে।
গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যান বা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে টেকশই রাস্তা নির্মাণ করণের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।