logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৪ ২১:২৩
সৈয়দপুরে জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,  সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, সাংবাদিক সাকির হোসেন বাদল, এম আর আলম ঝন্টু, হোসনে আরা লিপি, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিলকিছ বানু প্রমুখ। অনুষ্ঠানটি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে উপজেলার চারজন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এবারে উপজেলায় চার ক্যাটাগরিতে জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মাহফুজা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শহরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুর ক্ষেত্রে মোছা. জান্নাতুন ফেরদৌস এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিকা বিলকিছ বানু।