সোমবার দুপুরে বগুড়ার কাহালুর উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি মাজার সংলগ্ন আফতাবের পুকুর হইতে জরিনা (৬৫) নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের চালুঞ্জাচকপাড়া গ্রামের লালমন এর স্ত্রী।
জানা যায়, মানসিক ভারসাম্য বৃদ্ধা জরিনা তার মেয়ে জামাই কাহালু উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলাম সাকিদার ওরফে চুন্নুর বাড়ি থেকে গত বুধবার রাত ৩ টার দিকে বের হয়ে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার তার জামাই এলাকায় মাইকিং করে তার সন্ধান না পেয়ে কাহালু থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার সকালে এলাকার লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।