নওগাঁর পোরশায় দুর্যোগ প্রস্তুতি, সাড়া প্রদান ও পুনরুদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার দানিপুকুর সাধু পৌল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) উক্ত প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার ছাওড় ইউপির কামারধা, বলদাহার, সোনাডাঙ্গা, সাধেরডাঙ্গা, ছাওড় ও দানিপুকুর গ্রামের ৩১ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
এর আগে সিসিডিবি’র কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন এর সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিসিডিবি’র হেড অফিস ম্যানেজার-রেজিলিয়্যান্স বিল্ডিং সামিউল আলিম। সিসিআরসির নির্বাহী সদস্য মতিউর রহমান, আশিকুর রহমান, গহেন্দ্র সরদার, সাইদুর রহমান, নাইমুল ইসলাম, সনোবী লাকরা ও জয়ন্তী রানী। উপস্থিত ছিলেন সিসিডিবির কর্মীবৃন্দ। প্রশিক্ষণে খরা, ঘুর্ণিঝড়, অগ্নিকান্ড, জলবায়ু পরিবর্তন, আপদ ও বিভিন্ন প্রাকৃতিক ও মানুষ সৃষ্ঠ বিপর্যস্ত নিয়ে স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা করে তা কিভাবে একত্রে কাজ করে সহজে সফল হওয়া যায়, এ বিষয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।