logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৩:২৮
সান্তাহার প্রেস ক্লাবের লিটন-সভাপতি, সাগর-সম্পাদক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

সান্তাহার প্রেস ক্লাবের লিটন-সভাপতি, সাগর-সম্পাদক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবের নির্বাচনে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সকাল পত্রিকার সান্তাহার প্রতিনিধি তোফায়েল হোসেন লিটন সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি প্রতিনিধি সাগর খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ভোট গ্রহন ও গননা শেষে দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফলাফল ঘোষনা করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে একুশে টেলিভিশনের প্রতিনিধি রায়হানুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক হিসেবে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন ও সদস্য হিসেবে সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক দু:খু দ্বায়িত্ব পালন করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রায়হানুল ইসলাম রতন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। এরপর ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। আর সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে মুনসুর আলীর মনোনয়ন পত্র নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ঘোষনা করার কারনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ওই পদে ভোট গ্রহন করা হয়নি। মোট ভোটার সংখ্যা ছিল ১৯ জন। এদিকে নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদক শিগগিরিই ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভার আয়োজন করবেন বলে জানানো হয়।