বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করা হয়।
পরে বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, নির্বাচন অফিসার বাবু আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল হক, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, শাহজাহান আলী, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংবাদিক অদৈত কুমার আকাশ, মামুন আহমেদ, সুমন কুমার নিতাই, নাজিম উদ্দিন, মেহেদী হাসান, ইউসুফ আলী প্রমুখ।