logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৩:৪৩
সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সারাদেশের মতো গতকাল ১৪ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার,
বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।

আলোচনা সভায় সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রভ্যূষে শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ স্মৃতি সৌধে প্রথমে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী। পরে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।