মহান বিজয় দিবসে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও খেলাধুলায় বিজ্য়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক।
বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত হয় মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে এ জাতি বিজয় লাভ করে। পরবর্তীতে ২০২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। ২০২৪ এ ছাত্র-জনতা আন্দোলন করেছে। এই বিজয় কে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ৫৩ বছর আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রাম করছি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরাসহ সংস্থার সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলী। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক।