উষ্ণতার একটু খানি পরশ দিতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে বগুড়া সদরের সাবগ্রাম এলাকার জনসেবা সংস্থা। বগুড়ার সাবগ্রামে সংস্থা কর্তৃক পরিচালিত জনসেবা মডেল স্কুল প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর’ অর্থাৎ মানবসেবার চেয়ে বড় ধর্ম আর নেই। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর ক্লেশ মোচনে প্রভূত অর্থব্যয় করতে পারেন। যাদের সে সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি। সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব। তারাও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুসাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার, বগুড়া সদর সাজেদুল ইসলাম, সাবেক সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, বগুড়া ও নির্বাহী সদস্য, বগুড়া প্রেসক্লাব পরিচালনা পষদ সৈয়দ ফজলে রাব্বী ডলার, আবু বক্কর সিদ্দিক রেজা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজাপুর ইউপি, বগুড়া, আরজুয়ারা খাতুন, সভাপতি, প্রগ্রেসিভ সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও), সংস্থার মনিরুল ইসলাম, সবুজ মিয়া, শিক্ষাবিদ মোছাঃ রেশমী খাতুন, মিল্লাত হোসেন, জুলফিকার আলী, মামুনুর রশদি (মামুন), আবুলবাশার (রানা) প্রমূখ। সাবগ্রাম জনসেবা সংস্থা, সাবগ্রাম চারমাথা, বগুড়া এর শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সাবগ্রাম জনসেবা মডেল স্কুল উদ্বোধন করা হয়। শেষে ১৮০টি দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।