বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধমে এক মুদি ব্যবসায়ী কে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুদি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
নন্দীগ্রাম বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনবোর্ড আপডেট না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারায় শাহাদত স্টোর এর মালিক মোঃ শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু অভিযুক্ত দোকানীকে নিত্য প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করা, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনবোর্ড হালনাগাদ করা এবং অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।