logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৮
নন্দীগ্রামে দিগন্ত এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

নন্দীগ্রামে দিগন্ত এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ১৯ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল (১০-১) টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী দিগন্ত ফাউন্ডেশনের আওতাধীন দিগন্ত এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র দুটি হলো-ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ এবং কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় নন্দীগ্রাম। দুটি কেন্দ্রে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২শত ৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে হতে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে সর্বমোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মাহাবুবুর হোসেন, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল। উক্ত পরীক্ষায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইশান।

উপদেষ্টা পরিষদের দায়িত্বে রয়েছেন সরকারী আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের  প্রভাষক গোলাম রব্বানী, নন্দীগ্রাম সরকারী মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থাগারিক মেরাজ মো: নবিউল ইসলাম এবং নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম। সার্বিক সহযোগিতায় আছেন নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: জামাল হোসেন এবং শাবান বাজাজ এর স্বত্বাধিকারী মো: ফারুক হোসেন।

প্রধান স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মো: মাহামুদুল হাসান এবং মো: লেমন রাজ। সহযোগী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন শামীনুর হাসান শামীম, পারভেজ রাব্বী, শফিউল ইসলাম, ইয়ানুর ইসলাম, জোবায়ের হোসেন, মিজানুর রহমান মিজান, স্বাধীন, আবু তালহা, ওমর ফারুক প্রমুখ।