চট্টগ্রামে আবু সাঈদ সরদার (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর আগে চিরকুটে সে কথা লিখে রেখে গেছেন।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার নিজ বাসায় তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, আবু সাঈদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহম্মদ জানান, মুক্তিযোদ্ধা আবু সাঈদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার রাতে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরে বাসার দরজা ভেঙে উনার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ঘটনাস্থলে আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। সেখানে লেখা হয়েছে- তিনি ক্যান্সারে আক্রান্ত। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। তবে শেষদিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ওই চিরকুটের হাতের লেখা কয়েকজনকে দেখিয়েছি। তারা লেখাটি আবু সাঈদ সরদারের বলে শনাক্ত করেছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, ওই বাসায় আবু সাঈদ সরদার ছাড়াও ছেলে ও ছেলের বউ থাকতেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি অনেকদিন ধরে আত্মহত্যার সুযোগ খুঁজছিলেন। রবিবার ছেলে ও ছেলের বউ দাওয়াতে যাওয়ার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা গেছে, আবু সাঈদ সরদার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনে বিএনপি দলীয় প্রার্থী ও দলটির বর্তমান স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষেও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি।