বগুড়ার কাহালু থানা পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় বাজার থেকে ব্যাটারী চালিত অটো ভ্যান রিস্কার বিপুল পরিমান মালামাল সহ আন্তঃজেলা ছিনতাই চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় চকপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আবু জাফর (৪২), উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুস সামাদের পুত্র আব্দুল হান্নান (৪৮) ও কাহালু সদর ইউনিয়নের কাইট গ্রামের মৃত সইবুদ্দিনের পুত্র আবুল কালাম (৫০)।
থানা পুলিশ জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য তারা বিভিন্ন এলাকা হতে ছিনতাই ও চুরি হওয়া ব্যাটারী চালিত অটো ভ্যান, রিস্কার যন্ত্রাংশ খুলে নতুন করে অটো ভ্যান রিস্কার তৈরী করে ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। শিকড় বাজারে আন্তঃজেলা চক্রের সদস্য আবু জাফর ও আবুল কালামের দোকানে চোরাইকৃত অটোভ্যান নিয়ে আসে আরেক সদস্য আব্দুল হান্নান এ সময় থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।