আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২০:৫৩
পঞ্চগড়ে গ্রামীণ খেলাধুলার পুরস্কার বিতরণী
পঞ্চগড় প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব গ্রামীণ খেলাধুলা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড মাঠে এ বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন পঞ্চগড় এর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন পঞ্চগড় সদর এ প্রতিযোগিতার আয়োজন করে। দিনব্যাপী এ প্রতিযোগিতায়
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। অন্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ,সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খানসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদসরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ এ ঐতিহ্যবাহী খেলার মধ্যে পাক্ষি,হা-ডু-ডু,লাঠি ,বৌ-ছি ,রশি টানা ,তৈলাক্ত বাশ ,ডাংগুলী খেলা অনুষ্ঠিত হয়।