logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪ ২০:০১
সৈয়দপুরে চার দফা দাবিতে উর্দুভাষী ক্যাম্পবাসীদের অনশন ধর্মঘট পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে চার দফা দাবিতে উর্দুভাষী ক্যাম্পবাসীদের অনশন ধর্মঘট পালিত

নীলফামারীর সৈয়দপুরে চার দফা দাবিতে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।

 রোববার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে শহীদ স্মৃতি অম্লান চত্বরে ওই অনশন কর্মসূচি করা হয়। ক্যাম্পে বসবাসরত উর্দূভাষীদের সরকারিভাবে পুনর্বাসন, ক্যাম্পসমূহে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, রেলওয়েসহ অন্যান্য জায়গায় থেকে ক্যাম্প উচ্ছেদ বন্ধ এবং ক্যাম্পবাসীকে বৈষম্যের হাত থেকে রক্ষা করে সমঅধিকার প্রদান ও মৌলিক অধিকার নিশ্চিতকরণেরা দাবিতে ওই অনশন ধর্মঘট কর্মসূচি করা হয়। সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অনশন কর্মসূচিতে নীলফামারীর সৈয়দপুরে ২৩টি ক্যাম্পে বসবাসকারী আটকেপড়া উর্দূভাষী (বিহারী) কয়েক শত নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।

এসপিজিআরসি’র সৈয়দপুর শাখার সভাপতি মো. রেয়াজ আকবরের সভাপতিত্বে অনশন ধর্মঘট চলাকালে সেখানে বক্তব্য সংগঠনের সহ-সভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর, নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম প্রমূখ।

এছাড়াও অনশনে ধর্মঘট কর্মসূচিকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ বাবলু ও সৈয়দপুর পৌর সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু। আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে। কিন্তু পুনর্বাসন না করেই হঠাৎ সরকার এ সব সুযোগসুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই চার দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে গোটা দেশের মতো সৈয়দপুরেও ক্যম্পবাসী অনশন ধর্মঘট কর্মসূচি
পালন করেছেন।