আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৮
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নন্দীগ্রামে ছাত্রদলের প্রস্তুতি সভা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় বিএনপি কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে আগামী ১ জানুয়ারি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিঃ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শাহিন শেহজাদ, প্রচার সম্পাদক সুমন, যুগ্ম সম্পাদক আনোয়ার, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ, দপ্তর সম্পাদক সাজু, ছাত্রনেতা এনামুল, ১নং বুড়ইল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সিয়াম আহম্মেদ, ২নং সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাবু, মিজান, নাইম, ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহবায়ক রাকিব হাসান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহান বাবু, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।