নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতি করার প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ডাকাত দলের সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) ও গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১২)।
জানা গেছে, পোরশা উপজেলার সারাইগাছী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের তাইতোড় মোড় হতে তেঁতুলিয়া বাজারের ২কি: মি: ও তেঁতুলিয়া বাজার হতে বেজোড়া বাজারের ৩কি: মি: রাস্তার বিভিন্ন স্থানে প্রায় প্রতি রাতে ডাকাত দল রাস্তার গাছ কেটে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছে। দীর্ঘদিন ধরে এ রাস্তায় সন্ধার পর থেকে ভোর রাত পর্যন্ত ডাকাত দল রাস্তার গাছ কেটে ব্যারিকেট দিয়ে ডাকাতি হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের তেঁতুলিয়া মোড় সংলগ্ন কাঁঠালতলা শহিদুল মেম্বারের আম বাগানের সামনের সড়কে রাতের অন্ধকারে রাস্তায় ডাকাতি করার প্রস্ততি নিচ্ছিল ডাকাত দল। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের অভিযানে ঐ তিন ডাকাত সদস্যকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এসময় পুলিশের টের পেয়ে শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের শক্তি মাঝির ছেলে ওয়াসিম (৩০), গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্টি গ্রামের মানিক (২৫), বংপুর গ্রামের আবু সাইদের ছেলে লিটন (২৫), এবং একই গ্রামের শ্রী আনারুল শীং এর ছেলে শ্রী বিকাশ সিং (২৩)সহ আরো ৪/৫ জন ডাকাত সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, আটকৃতদের নিকট থেকে ২৪ ইঞ্চি মাপের ১টি লোহার তৈরী হাসুয়া, ৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি রশি উদ্ধার করা হয়। আটকৃত ডাকাত সদস্যরা আন্ত: ডাকাত দলের সদস্য। এরা প্রতিনিয়ত রাস্তায় ডাকাতি করতো বলেও তিনি জানান।