logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪ ২০:২০
সৈয়দপুরে রুহুল আলম মাস্টার স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে রুহুল আলম মাস্টার স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, নীলফামারী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক কমরেড রুহুল আলম মাস্টার এর স্মরণে এক নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সৈয়দপুর নাগরিক স্মরণ সভা বাস্তবায়ন কমিটির ব্যানারে স্থানীয় রেলওয়ে মর্তুজা মিলনায়তনে ওই নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ঐতিহ্যবাহী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীমের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোক ও স্মরণ সভায় মরহুম কমরেড রুহুল আলম মাস্টারের রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন সৈয়দপুর নাগরিক স্মরণ সভা বাস্তবায়ন কমিটি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বাবু তুষার কান্তি রায়, সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এস. এম ওবায়দুর রহমান, স্থানীয় গণফ্রন্ট নেতা কমরেড আব্দুর রউফ, ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা সম্পাদক মো. আবিদ হোসেন, জাসদ নেতা আজিজুল হক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, নাগরিক স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওবায়দুর সরকার, নারী নেত্রী কামরুন নাহার ইরা ও সাংবাদিক জিকরুল হক, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু প্রমূখ।

এর আগে নাগরিক শোক ও স্মরণ সভার শুরুতেই কমরেড রুহুল আলম মাস্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সদস্যরা প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে গণসঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদকও শহরের কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুহুল আলম মাস্টার (৬৮) গত ৪ ডিসেম্বর দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।