আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪ ২০:৫০
পার্বতীপুরে শীতবস্ত্র বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে শীতবস্ত্র বিতরণ করেছে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ও পার্বতীপুর সমিতি ঢাকা। রবিবার (২৯ ডিসেম্বর) পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে পার্বতীপুরের বড় বৃত্তিপাড়া জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেনএ টি এম তারিকুল আলম। পার্বতীপুর সমিতি ঢাকার পক্ষ থেকেও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।