বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১ বলে ১৫ রান দিয়ে নতুন বিব্রতকর রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওশেন থমাস।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই এমন নজির গড়েন থমাস। এদিন তার দল খুলনা ২০৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৭ রানে জয় পায়।
চট্টগ্রামের ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেন খুলনার ক্যারিবীয় পেসার ওশেন থমাস। চিটাগংয়ের ওপেনার নাঈম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তবে নো-বলের কারণে বেঁচে যান। এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই উঠে ১৫ রান। একটি করে চার ও ছক্কা হাঁকান নাঈম।
এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ বছরে জিম্বাবুয়ের সিকান্দার বলে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। নো-বল থেকে ৭ রান এবং ছক্কা মিলিয়ে ভারতীয় ওপেনার করেছিলেন ১৩ রান।
নাঈম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নো বলের কারণে উদযাপন করতে পারেননি। ফ্রি-হিটের পরের বলটি ডট দেন তিনি। এরপরই খেই হারিয়ে ফেলেন থমাস। নো-বলে ৬ রান দিয়ে শুরু। এরপর দুইটি ওয়াইড দিয়েছেন। পরে আরও একটি নো-বল থেকে ৪ হজম করেন তিনি। এ সময় স্কোরবোর্ডে ১ বলে দেখা যায় ১৫ রান।
বিব্রতকর রেকর্ডের পর একটি বৈধ ডেলিভারি করেছেন থমাস। সেটি ডট দেওয়ার পরের বলে আবার নো-বল করেন তিনি, সেই বলেও ক্যাচ তুলে দিয়ে জীবন পান নাঈম। ফ্রি-হিটের পর আর বাঁচতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ১২ বলের দীর্ঘ সেই ওভারে ১৮ রান খরচ করে ১ উইকেট নেন থমাস।