logo
আপডেট : ৩ জানুয়ারী, ২০২৫ ১৫:৫০
মধুবন সিনেপ্লেক্সে জিসানের "রুম নাম্বার ২০১১"

মধুবন সিনেপ্লেক্সে জিসানের

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত  চলচ্চিত্র " রুম নাম্বার ২০১১ " এর বিশেষ প্রদশর্নী অনুষ্ঠিত হবে মধুবন সিনেপ্লেক্সে।  ৩ জানুয়ারী  বিকেল ৪ টায় শহরের চেলেপাড়ায় অবস্থিত  'মধুবন সিনেপ্লেক্সে' চলচ্চিত্রটি  দেখা যাবে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এর পরিচালনায় এ চলচ্চিত্রে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছে।

চাঞ্চল্যকর আবরার ফাহাদের  সত্য ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রের  চিত্রনাট্য রচনা  করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব 'আনান জামান'। মধুবন সিনেপ্লেক্সে মুক্তির মধ্যদিয়ে চলচ্চিত্রটির শুভ মুক্তি হচ্ছে বলে জানান জিসু এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক শেখ জিসান আহমেদ। 

ইতোমধ্যে জিসান বিখ্যাত সব চলচ্চিত্রের রিমেক করে দারুণ সুনাম অর্জন করেছেন। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ ও কলেজ থিয়েটারের নাট্যবন্ধুদের পক্ষ থেকে রুম নাম্বার ২০১১ এর সার্বিক সফলতা কামনা করছেন। সেই সাথে সকলকে মধুবন সিনেপ্লেক্সে গিয়ে চলচ্চিত্রটি দেখার আহবান জানান পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক, বগুড়ার তরুণ চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকর্মী সুপিন বর্মন।