পার্বতীপুরের যুবক মিজান বুদ্ধি প্রতিবন্ধী হলেও সমাজের ও পরিবারের বোঝা হয়ে না থেকে সংবাদ পত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের এক সংবাদ পত্র বিক্রেতা প্রতিবন্ধী যুবক মিজান। ডাক নাম মিজান হলেও পুরো নাম মোঃ মিজানুর রহমান (২৯)। মিজান বংশানুক্রমেই একজন সংবাদ পত্র বিক্রেতা। প্রতিবন্ধী মিজানের পিতা মরহুম আবুল হোসেন একজন নামকরা সংবাদ পত্র বিক্রেতা ছিলেন। শহরের সংবাদ পত্র পাঠকেরা সবাই তাঁকে চিনতেন। মিজানের বড় ভাই মোঃ মোস্তাকিন সরকারও একজন সংবাদ পত্র বিক্রেতা। বর্তমানে তিনি সংবাদ পত্রের একজন এজেন্ট ও সাংবাদিক । তাঁর এজেন্সি থেকে সারা পার্বতীপুরে সংবাদ পত্র সরবরাহ করা হয়। মিজান তাঁর ভাইয়ের সাথেই সংবাদ পত্র সরবরাহ ও বিক্রি করে থাকে। এ ব্যাপারে তাঁর ভাইও তাঁকে যথেষ্ট সহযোগিতা করে। তাঁরা একই অন্নে প্রতিপালিত। তিন ভাই ও চার বোনের মধ্যে মিজান সবার ছোট।
পার্বতীপুর উপজেলার পৌরসভাধীন ইসলামপুর (কালীবাড়ি) এলাকার অধিবাসী বুদ্ধি প্রতিবন্ধী মিজান সামান্য কিছু সরকারি ভাতা পেলেও তাঁর জীবিকা নির্বাহের মূল উৎস সংবাদ পত্র বিক্রি। মিজান প্রতিবন্ধী হয়েও ঘরে বসে না থেকে জীবন জীবিকার তাগিদে পূর্ব পুরুষদের ন্যায় বেছে নিয়েছেন সংবাদ পত্র বিক্রির কাজ। বড় ভাই সংবাদ পত্র এজেন্ট মোস্তাকিন সরকারকে সংবাদ পত্র সরবরাহে সহযোগিতা করা ছাড়াও সে সংবাদ পত্র বিক্রি করে। শহরের সংবাদ পত্র পাঠকদের কাছে সে এক পরিচিত মুখ। প্রতিবন্ধী হলেও মিজান কিন্তু ঘরে বসে নেই,সংসারের বোঝা হয়ে নেই। আর দশ জন স্বাভাবিক মানুষের মতোই সে কাজ করে জীবিকা নির্বাহ করছে। পরিশ্রম করে উপার্জিত আয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সে প্রতিবন্ধী হলেও সমাজের পরিবারের বোঝা নয়।
সংবাদ পত্র বিক্রেতা প্রতিবন্ধী যুবক মিজানের বড় ভাই সংবাদ পত্র এজেন্ট ও সাংবাদিক মোস্তাকিন সরকার বলেন,আমার স্নেহের ছোট ভাই মিজান বুদ্ধি প্রতিবন্ধী হলেও সে ঘরে বসে না থেকে সংবাদ পত্র সরবরাহের কাজে আমাকে সহযোগিতা করে এবং সে নিজেও সংবাদ পত্র বিক্রি করে। সে অত্যান্ত সৎ ও ধর্মভীরু একজন যুবক।