logo
আপডেট : ৫ জানুয়ারী, ২০২৫ ১২:৩৯
পার্বতীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুরে বইছে ঠান্ডা বাতাস আর কনকনে শীত। সেই সাথে ঘন কুয়াশা। তীব্র শীতে এলাকার অসহায় দারিদ্র,দুঃস্থ  মানুষের কষ্টের সীমা নেই। ঠিক সেই মুহূর্তে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে,বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইহাট ধ্রুবতারা বাংলাদেশ ফাউন্ডেশন অফিস প্রাঙ্গনে,বাংলাদেশ ব্যাংক ও প্রাইম  ব্যাংক লিমিটেডএর সৌজন্যে ধ্রুবতারা বাংলাদেশ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

ধ্রুবতারা বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান মোমিনীর  সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক আহমেদ জুবায়ের মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক মোবাশ্বের আলম। স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মাজেদুর রহমান মুন্সী। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল প্রমুখ। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মাজেদুর রহমান মুন্সী বলেন,আমাদের মেমিনপুর সহ অন্যান্য এলাকাতেও শীতের কম্বল বিতরন অব্যাহত থাকবে।