logo
আপডেট : ৫ জানুয়ারী, ২০২৫ ২০:১৯
উদ্বোধন হলো শিবগঞ্জে গ্রামার স্কুল এন্ড কলেজের
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

উদ্বোধন হলো শিবগঞ্জে গ্রামার স্কুল এন্ড কলেজের

উদ্বোধন হলো বগুড়ার শিবগঞ্জে  গ্রামার স্কুল এন্ড কলেজের। রবিবার বিকালে পৌরসভা চত্বরে  উপজেলা প্রশাসনের  আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
 
গ্রামার স্কুল এন্ড কলেজের  প্রিন্সিপাল ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ  মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিএম লেবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান ইমরান  সহ শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।