logo
আপডেট : ৭ জানুয়ারী, ২০২৫ ১৩:৫৫
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান, চীনেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সর্বশেষ গত ৩ জানুয়ারি ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, আজ সকালে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসে ৬.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে বলে দাবি করেছে চীন। ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। নেপালের রাজধানীতে কম্পনের পর আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকে। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কারণে প্রাণহানি ঘটতে পারে।