logo
আপডেট : ৭ জানুয়ারী, ২০২৫ ১৯:৩১
বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে ভোট: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে ভোট: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো যদি বড় ধরনের সংস্কার না চায়, তবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘‘রাজনৈতিক দল যদি মনে করে, অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরো ৬ মাস সময় নেবে।’’

প্রেস সচিব আরো বলেন, ‘‘রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে গঠিত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবে। এই প্রতিবেদন পর্যালোচনা করে এবং সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

শফিকুল আলম বলেন, ‘‘লুটপাট, দুর্নীতি কিংবা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই।’’ 

এ ছাড়া সরকার মাইনাস টু ফর্মুলা নিয়েও চিন্তা করছে না বলেও জানান তিনি।

এ সময় তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।