logo
আপডেট : ৮ জানুয়ারী, ২০২৫ ২১:০৪
কাহালুর বাগইলে তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি মোশারফ হোসেন
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

কাহালুর বাগইলে তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি মোশারফ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র মঙ্গলবার রাতে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের বাগইল ও পিড়াপাট গ্রামের মামলায় ক্ষতিগ্রস্থ, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সহ- সভাপতি ফরিদ উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন বাদল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা আবু তালেব সাকি, ইদ্রিস আলী, মেনোয়ার হোসেন মিন, আমজাদ হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, মিনহাজ ফকির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন রাহাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।