logo
আপডেট : ৯ জানুয়ারী, ২০২৫ ১৪:৩৭
পুড়িয়ে দেওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেছেন বিচারক
অনলাইন ডেস্ক

পুড়িয়ে দেওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেছেন বিচারক

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের পোড়া এজলাস কক্ষ পরিদর্শন করেছেন বিচারক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে আসেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ইব্রাহিম মিয়া। গাড়িতে বসে থাকা বিচারককে এজলাস কক্ষ পুড়ে যাওয়ার বিষয়টি জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিচারক প্রসিকিউশন পক্ষকে ডেকে কথা বলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা এগিয়ে কথা বলেন। তারা অবহিত করেন, বিচারকাজ পরিচালনা করার মতো অনুকূল পরিবেশ নেই। পরে গাড়ি থেকে নেমে পোড়ানো এজলাস কক্ষ পরিদর্শন করেন বিচারক। তার সঙ্গে প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী ও মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিলেন। দুপুর ১২টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান বিচারক।

পরে প্রসিকিউশন টিমের প্রধান অ্যাডভোকেট বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, “আজ আদালত পরিচালনা করার মতো পরিবেশ নেই। বিচারক এটা অবহিত হয়েছেন। মামলার পরবর্তী তারিখ কবে হবে, আমরা ও আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলে বিচারক তা ঠিক করবেন। তারিখটা আজকেই জানিয়ে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যেই তারিখ নির্ধারণ করা হবে। জামিন শুনানির বিষয়ে নিষ্পত্তি হোক, এটা নিয়ে আমরা সবাই আন্তরিক ছিলাম। তা তো হলো না।”

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত বন্ধের দাবিতে রাত থেকে বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার ভোরে এজলাস কক্ষ পুড়িয়ে দেওয়া হয়।

আলিয়া মাদ্রাসার আন্দোলরত শিক্ষার্থীরা দাবি করেছেন, ভোরে বহিরাগতরা এসে আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।