আপডেট : ৯ জানুয়ারী, ২০২৫ ১৯:৫৫
নন্দীগ্রামে তারুণ্যের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
"চলো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউএনও মনোনিত প্রতিনিধি জহুরুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান আকন্দ,ইউনিয়ন সচিব আলমগীর কবির, ইউপি সদস্যা ফেরদৌসি বিবি প্রমূখ।