দিনাজপুরের পার্বতীপুরে মাইটিভির শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। (৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্বতীপুর পৌর শহরের নতুন বাজার এলাকার শাহ হোটেল সংলগ্ন করিম মার্কেটের দোতালায় মাই টিভির শাখা অফিসের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ জেডএম মেনহাজুল হক সাবেক মেয়র পার্বতীপুর পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসেন,রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম,প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুরে কর্মরত ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। এ সময়ে মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সকলের সহযোগিতা কামনা করেন।