নওগাঁর পোরশায় তেঁতুলিয়া ও নিতপুর ইউপির আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক তরুণদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের এই কর্মশালায় বুধবার সকাল ১০টায় উপজেলার তেঁতুলিয়া ইউপির পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুল মিলনায়তনে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ;।
এতে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, প্যানেল চেয়ারম্যান শহিদুল হক, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। এসময় উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে একই সময়ে নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড ও কলেজ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক।
এতে বক্তব্য রাখেন নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী, উপসহকারি কৃষি কর্মকর্তা নেয়ামতুল্লাহ, নিতপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। উক্ত কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহন করেন।